ভাড়াটে খুনি দিয়ে ঋণদাতাকে খুন

|

নিহত আব্দুর রহিম।

বিপদে চার লাখ টাকা ধার দিয়ে সাহায্য করা ব্যক্তিকেই ভাড়াটে খুনি দিয়ে হত্যার ঘটনা ঘটেছে মানিকগঞ্জের কাকনা গ্রামে। শনিবার (১০ জুন) রাজধানীর ধানমণ্ডিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

মানিকগঞ্জে আব্দুর রহিম হত্যা মামলায় ২ আসামিকে গ্রেফতারের পর এ তথ্য দিয়েছে পিবিআই।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

সংবাদ সম্মেলনে মানিকগঞ্জ পিবিআই এর অতিরিক্ত পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন বলেন, পরিকল্পিতভাবে আব্দুর রহিমকে চেতনানাশক জুস খাইয়ে প্রথমে শ্বাসরোধ ও পরে মুখে বিষ ঢেলে তার মৃত্যু নিশ্চিত করা হয়। পিবিআই এর ছায়া তদন্তে ৮ জুন গ্রেফতার করা হয় বিল্লালকে। তিনি আব্দুর রহিমের কাছ থেকে ঋণ নিয়েছিলেন। জিজ্ঞাসাবাদে জানা যায়, বেশ কয়েকমাস ধরেই পাওনা ৪ লাখ টাকা ফেরত চাইছিল আব্দুর রহিম। ঋণের টাকা পরিশোধ না করতেই ভাড়া করা হয় পেশাদার খুনি শাহিনুরকে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply