স্থানীয়দের তোলা ভিডিও থেকে নেয়া ছবি।
স্টাফ করেসপন্ডেন্ট, নেত্রকোণা:
খাদ্যের খোঁজে ভারত থেকে বাংলাদেশে আসা বন্য হাতির পাল পথ হারিয়ে নেমেছে নেত্রকোণার সোমেশ্বরী নদীতে। এদিকে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে টইটম্ভুর সোমেশ্বরী।
মঙ্গলবার (২০ জুন) বিকেলে নেত্রকোণার সোমেশ্বরী নদীতে অবতারণা হয় এ দৃশ্যের।
জানা গেছে, দূর্গাপুরের বিজয়পুর বিজিবি’র সীমান্ত ফাঁড়ি সংলগ্ন এলাকার দিয়ে নদী পার হয়ে অপর পাড়ের ফারংপাড়া এলাকার দিকে যাওয়ার সময় স্রোতের উজানে যাচ্ছিলো হাতির পালটি।
এ প্রসঙ্গে দূর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাজীব-উল-আহসান বলেন, বোরো মৌসুমে পাকা ধান খেতে সীমান্তের ওপার থেকে হাতির পাল আসে। গত দুদিন হলো আবারও এসেছে তারা।
/এসএইচ
Leave a reply