বনানীর কড়াইল বস্তিতে দেড় শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস

|

রাজধানীর বনানীর কড়াইল বস্তিতে অভিযান চালিয়ে দেড় শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস। অভিযানে ১০টি হোটেলকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (২০ জুন) চালানো অভিযানে কড়াইল বস্তির অধিকাংশ ঘরেই একাধিক চুলার সংযোগ রয়েছে বলে ধরা পড়ে। যার সবকটাই অবৈধ বলে জানায় তিতাস কর্তৃপক্ষ।

এ সময় গ্যাসের মূল প্রবাহ লাইন চিহ্নিত করতে অনুসন্ধান অব্যাহত রাখে তিতাস। অনুসন্ধানে বিটিসিএল মন্দিরের সামনে মাটির বেশ গভীরে গ্যাসের অবৈধ লাইন আবিষ্কার করে তিতাস।

বস্তিবাসীদের অভিযোগ, অবৈধ গ্যাস লাইনের এই সংযোগ বহু পুরাতন এবং মাসে মাসে একটি চক্র চুলা প্রতি সরকারি চার্জের মত করেই টাকা তোলে। কিন্তু জীবনের ভয়ে কেউ মুখ খুলতে চান না। তিতাসের পক্ষ থেকে জানানো হয়, কারা অবৈধ সংযোগ দিচ্ছে এবং কারা টাকা উত্তোলন করছে তার খুঁজে বের করার দায়িত্ব পুলিশের। অবৈধ সংযোগ চিহ্নিত ও বিচ্ছিন্ন করতে কড়াইল বস্তিতে নিয়মিত অভিযান চালাবে বলে জানায় তিতাস কর্তৃপক্ষ।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply