শেখ হাসিনার নেতৃত্বের কারণে বাংলাদেশ এখন আদর্শ দেশ: নেপালের প্রধানমন্ত্রী

|

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুচারু নেতৃত্বের কারণেই বাংলাদেশ এখন একটি আদর্শ দেশ, এমন মন্তব্য করেছেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল।

ইতালির রাজধানী রোমে সোমবার (২৪ জুলাই) শেখ হাসিনার সাথে বৈঠক করেন নেপালের প্রধানমন্ত্রী। বিদ্যুৎ ও জ্বালানি, বাণিজ্য ও পর্যটনসহ দ্বিপাক্ষিক নানা ইস্যুতে আলোচনা করেন দুই দেশের সরকার প্রধান। পরে এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ব্রিফ করেন।

এ কে আব্দুল মোমেন জানান, নেপালের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেছেন। নেপালে জলবিদ্যুৎ উৎপাদনের অপার সম্ভাবনার কথা জানিয়েছেন পুষ্পকমল দাহাল। বাংলাদেশ, ভারত ও নেপাল মিলে ৪০ মেগাওয়াটের জলবিদ্যুৎকেন্দ্র তৈরি করছে। ধীরে ধীরে এর পরিধি বাড়বে।

পররাষ্ট্রমন্ত্রী বলললেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী জানিয়েছেন, দেশের উত্তরাঞ্চলের সাথে যোগাযোগ বাড়ানোর জন্য সৈয়দপুর বিমানবন্দর আধুনিকায়নের কাজ চলছে। বিদেশি বন্ধুরা সেগুলো ব্যবহার করতে পারবে। সমুদ্রবন্দরগুলো ব্যবহারের ব্যপারেও প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply