ইউরোপে দাবানলের রুদ্রমূর্তি: পুড়ছে দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চল

|

ভয়াবহ দাবানলে পুড়ছে ইউরোপের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চল। গ্রিস, ইতালি ও পর্তুগালের একাংশে জারি রয়েছে জরুরি সর্তকতা। খবর রয়টার্সের।

টানা ৮ দিন ধরে গ্রিসের রড আইল্যান্ড ও করফু দ্বীপে ছড়িয়েছে দাবানল। তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপর অনুভূত হচ্ছে। জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলো থেকে জরুরি ভিত্তিতে সরানো হচ্ছে হাজার-হাজার মানুষকে।

ফায়ার ব্রিগেডের দাবি, পাঁচ শতাধিক স্থানের আগুন নেভানো হয়েছে। তবে, এখনও সক্রিয় অর্ধ-শতাধিক জায়গার দাবানল। ২০ হাজারের বেশি মানুষ কাজ করছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে।

এদিকে, দাবানলের ভয়াবহতায় বন্ধ ইতালির পালেরমো আন্তর্জাতিক বিমানবন্দর। গতকাল মঙ্গলবার (২৫ জুলাই) দুই জনের মৃত্যুর খবর জানিয়েছে কর্তৃপক্ষ। এখনও ৫৫ স্থানে সক্রিয় আগুন। সরানো হয়েছে ২ হাজারের বেশি পর্যটককে। এছাড়া, পর্তুগাল, ফ্রান্স ও তুরস্কের কিছু অংশেও ছড়িয়েছে দাবানল।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply