নিম্ন-খরচে জলবায়ু সহনশীল আবাসন বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত

|

অনুষ্ঠিত হলো নিম্ন-খরচে জলবায়ু সহনশীল আবাসন বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে লাইভলিহুড ইমপ্রুভমেন্ট অব আরবান পুওর কমিউনিটিজ প্রকল্পের আওতায এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় নীতিনির্ধারক, নগর পরিকল্পনাবিদ, স্থপতি, উন্নয়ন সহযোগী এবং কমিউনিটি প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্মসচিব নায়লা আহমেদ বলেন, শহরের দরিদ্র জনগোষ্ঠীর জন্য জলবায়ু সহনশীল আবাসন ব্যবস্থা নিশ্চিত করা জরুরি। মানুষের তৈরি দুর্যোগ অথবা প্রাকৃতিক দুর্যোগ, বিশেষ করে বন্যা প্রবণ এলাকায় বিশেষ পরিকল্পিত আবাসন ব্যবস্থা প্রয়োজন।

এ সময় সরকারি সংস্থা, উন্নয়ন সহযোগী এবং বেসরকারি খাতের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদী আবাসন সমাধান নিশ্চিত করার ওপর জোর দেন বক্তারা।

/এএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply