‘২৪ এর গণঅভ্যুত্থানের কবিতা সংকলন ‘জুলাই’ নিয়ে এসেছে সাংস্কৃতিক সংগঠন জনমুক্তি। অমর একুশে বইমেলা-২০২৫ এ বইটি প্রকাশিত হয়েছে ঐতিহ্য থেকে।
বইটি প্রসঙ্গে জনমুক্তির আহবায়ক নাশাদ ময়ুখ বলেন, মানবাধিকার বা বাকস্বাধীনতার লড়াইয়ে সবসময়ই সাহসী ভূমিকা রেখেছেন এই ভূখণ্ডের লেখক, সাহিত্যিকরা। জুলাই-আগস্ট আন্দোলন চলাকালেও গানে-স্লোগানে, কবিতায়, গ্রাফিতিতে জনমানস গঠনে ব্যাপক প্রভাব রয়েছে তাদের।
গণঅভ্যুত্থান পূর্ববর্তী ও সংঘটিত হবার সময়কালে রাষ্ট্রীয় দমন-পীড়ন, হত্যা, গুমসহ মানবাধিকার ও কণ্ঠরোধের বিরুদ্ধে সোচ্চার ছিলেন যারা, তাদের কবিতা নিয়ে একটি সংকলন প্রকাশের উদ্যোগ নেয় ‘জনমুক্তি’। জুলাই অভ্যুত্থান নিয়ে বই আকারে এটিই প্রথম কবিতা সংকলন।
বইটির প্রচ্ছদ করেছেন কাজী ওয়ালী উল্লাহ। শুভেচ্ছা মূল্য রাখা হয়েছে ৩০০ টাকা। তবে বইমেলায় সোহরাওয়ার্দী উদ্যানে প্যাভিলিয়ন ২৮ থেকে ২৫ শতাংশ ছাড়ে বইটি কেনা যাবে।
/এএম
Leave a reply