ইসরায়েলবিরোধী বিক্ষোভে এবার পাকিস্তানে কেএফসি রেস্টুরেন্টের কমপক্ষে ২০টি শাখায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। তাতে অন্তত ১ জন নিহত হয়েছেন।
এসব ঘটনায় পাকিস্তানজুড়ে কমপক্ষে ১৭০ জনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। বিক্ষোভকারীদের দাবি, যুক্তরাষ্ট্রের মালিকানাধীন এ রেস্টুরেন্ট থেকে উপার্জিত অর্থ ব্যবহৃত হয় ইসরায়েলকে অস্ত্র কেনার কাজে।
ভাঙচুরের সময় দুর্বৃত্তদের হাতে অস্ত্রও ছিল। তার মধ্যে লাহোরের একটি দোকানে বন্দুকধারীদের গুলিতে একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা।
সেই পুলিশ কর্মকর্তা বলেন, সেখানে কোনো বিক্ষোভ চলছিল না। পুরো ঘটনা রাজনৈতিক ভাবাবেগ থেকে ঘটানো হয়েছে কি না তদন্ত করছেন তারা।
/এটিএম/এমএন
Leave a reply