চীনের রাজধানী বেইজিংয়ে শনিবার ইঝুয়াং হাফ-ম্যারাথনে হাজারো দৌড়বিদদের সাথে যোগ দিয়েছে ২১টি মানবাকৃতির রোবটও। এই প্রথমবারের মতো রোবটগুলো মানুষের সাথে ২১ কিলোমিটার পথ অতিক্রম করেছে। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, ড্রয়েডভিপি ও নোয়েটিক্স রোবোটিক্সের মতো চীনা নির্মাতাদের তৈরি এই রোবটগুলোর বিভিন্ন আকার-আকৃতি রয়েছে। এর মধ্যে কিছু ৩.৯ ফুটের চেয়ে ছোট, অন্যগুলো ৫.৯ ফুট পর্যন্ত লম্বা।
দৌড়ের সময় একটি ছোট রোবট হোঁচট খেয়ে মাটিতে পড়ে যায়, কিন্তু কিছুক্ষণ পর নিজেই উঠে দাঁড়ায়। মুহূর্তেই দর্শকদের করতালিতে গর্জে ওঠে পুরো এলাকা। অন্যদিকে, দেখতে ‘ট্রান্সফরমার’-এর মতো একটি প্রপেলারচালিত রোবট শুরুতেই রেলিংয়ে ধাক্কা খেয়ে এক প্রকৌশলীর গায়ে পড়ে যায়।
ইভেন্টের ভেন্যু ই-টাউনের ব্যবস্থাপনা কমিটির উপ-পরিচালক লিয়াং লিয়াং বলেন, মানুষের কাছে এটি হয়তো ছোট এক কদম মনে হতে পারে, কিন্তু হিউম্যানয়েড রোবটের জন্য এটি বিশাল এক অগ্রগতি। তিনি জানান, এই আয়োজন রোবট শিল্পায়নের পথে আরেকটি মাইলফলক ছুঁয়ে দিয়েছে।
রোবটগুলোর সাথে মানব প্রশিক্ষকও ছিলেন। তাদের মধ্যে কয়েকজনকে দৌড়ের সময় রোবটগুলোকে শারীরিকভাবে সহায়তা করতে হয়েছিল।
হাফ-ম্যারাথনে বিজয়ী রোবট ছিল বেইজিং ইনোভেশন সেন্টার অফ হিউম্যান রোবোটিক্সের তিয়াংগং আল্ট্রা। রোবটির দৌড় শেষ করতে সময় লাগে ২ ঘণ্টা ৪০ মিনিট। অন্যদিকে, পুরুষদের দৌড়ে বিজয়ী ব্যক্তি দৌড় শেষ করেন ১ ঘণ্টা ২ মিনিটে।
/এআই
Leave a reply