সিলেট টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করতে নেমে ভালো শুরু করেছিল সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়। তবে ১ রানের ব্যবধানে টাইগার শিবিরে জোড়া আঘাত হানেন ভিক্টর নায়ুচি। দুই ওপেনারকে হারালে দলের হাল ধরেন শান্ত ও মুমিনুল। দুজনের ব্যাটে ভর করে প্রথম সেশন শেষে স্কোরবোর্ডে ৮৪ রান তুলতে সক্ষম হয়েছে স্বাগতিকরা।
রোববার (২০ এপ্রিল) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে মুখোমুখি হয় দু’দল।
আগে ব্যাট করতে নেমে শুরুতে দেখেশুনে খেলতে থাকেন দুই ওপেনার সাদমান-জয়। তবে হঠাৎই ছন্দপতন। ভিক্টর নায়ুচি প্রথম সাফল্য এনে দেন জিম্বাবুয়েকে। ইনিংসের নবম ওভারে ব্রায়ান বেনেটের ক্যাচে পরিণত হন সাদমান। বাংলাদেশ হারায় প্রথম উইকেট। ২৩ বলে ১২ রান করে সাদমান বিদায় নেন।
এক ওভার বিরতি দিয়ে নায়ুচি তুলে নেন দ্বিতীয় ওপেনার জয়কেও। এবার উইকেটের পেছনে ক্যাচ নেন নায়াশা মায়াভো। ৩৫ বলে ১৪ রান করেন জয়।
এরপর মুমিনুলকে সাথে নিয়ে টাইগার শিবিরের হাল ধরেন নাজমুল হোসেন শান্ত। দুজনের ব্যাটে ভর করে শুরুর ধাক্কা সামাল দেয় বাংলাদেশ।
সেশন শেষে মুমিনুল ও শান্ত অপরাজিত আছেন যথাক্রমে ২১ ও ৩০ রানে।
/এমএইচআর
Leave a reply