আগামী ১৩ মে থেকে সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত সফরে যাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (২৩ এপ্রিল) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম আরব নিউজ এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (২২ এপ্রিল) হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট এই সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।
ক্যারোলিন লেভিট জানান, আগামী ১৩ থেকে ১৬ মে পর্যন্ত চলবে ট্রাম্পের এই মধ্যপ্রাচ্য সফর। সফরের আগে তিনি পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে শুক্রবার (২৫ এপ্রিল) রোম যাবেন। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই হবে তার প্রথম বিদেশ সফর।
প্রেসিডেন্ট ট্রাম্প এমন এক সময়ে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন, যখন অঞ্চলটির রাজনৈতিক বাস্তবতা অনেকটাই বদলে গেছে। চীনের মধ্যস্থতায় সৌদি-ইরান উত্তেজনা অনেকটাই প্রশমিত হয়েছে। অন্যদিকে, ইয়েমেনে দীর্ঘস্থায়ী যুদ্ধ প্রায় শেষের পথে, আর আইএসের মতো জঙ্গিগোষ্ঠীর উপস্থিতিও অনেকটাই কম।
মূলত, অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নও এই সফরের অন্যতম লক্ষ্য। যুক্তরাষ্ট্রের সঙ্গে ধনী উপসাগরীয় দেশগুলোর বিনিয়োগ ও বাণিজ্য সম্পর্ক বাড়াতে ট্রাম্প প্রশাসন বরাবরই আগ্রহ দেখিয়ে এসেছে। এছাড়া চলমান বৈশ্বিক বাণিজ্য সংকট এবং যুক্তরাষ্ট্রের শুল্কনীতিও আলোচনায় আসতে পারে।
/এআই
Leave a reply