ভারতের কড়া অবস্থানের জবাবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে পাকিস্তানও

|

কাশ্মিরে সন্ত্রাসী হামলার ঘটনায় তোলপাড় পুরো বিশ্ব। বিশেষ করে চরম উত্তেজনার মুখে চিরবৈরী দুই প্রতিবেশি ভারত ও পাকিস্তান। এ ঘটনার জন্য ভারত পাকিস্তানকে দায়ী করে এরইমধ্যে বেশ কিছু কড়া পদক্ষেপ নিয়েছে।

বসে নেই পাকিস্তানও। দেশটির সংবাদমাধ্যম ডন জানিয়েছে, ভারতের নানা পদক্ষেপের পরিপ্রেক্ষিতে জরুরি সভা ডেকে তারা আশু করণীয় সম্পর্কে আলোচনা করেছে। জাতীয় নিরাপত্তা কমিটির (এনএসসি) সেই জরুরি বৈঠকে উপস্থিত ছিলেন স্বয়ং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

বৈঠকে শীর্ষ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে মূলত পেহেলগামে হামলা সংশ্লিষ্ট বিষয় এবং তার প্রেক্ষিতে ভারতের অবস্থান নিয়ে আলোচনা চলে।

সংবাদমাধ্যমটি জানায়, বৈঠকে ভারতের পদক্ষেপকে ‘একতরফা ও দায়িত্বজ্ঞানহীন’ বলে উল্লেখ করা হয়। তার জবাবে পাকিস্তানও গুরুত্বপূর্ণ ও কড়া সিদ্ধান্ত নিতে পারে বলে জানা গেছে। বৈঠকে ভারতের পদক্ষেপকে ‘তাড়াহুড়া করে নেওয়া, আবেগতাড়িত ও অযৌক্তিক’ বলেও মন্তব্য করা হয়।

কাশ্মিরের এই হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ভারত পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসে মদদ দেওয়ার অভিযোগ আনলেও শুরু থেকেই পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করেছে এবং প্রাণহানির জন্য গভীর শোক প্রকাশ করেছে।

ঘটনার জেরে ভারত সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত করেছে। এছাড়াও ভারত পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নিম্নস্তরে নামিয়ে এনেছে এবং প্রধান সীমান্ত পয়েন্ট বন্ধ করে দিয়েছে।

/এমএমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply