উন্নতমানের পেপার ও পেপার বোর্ড আমদানিতে প্লাস্টিক শিল্পের মত শুল্ককর ৫ শতাংশ বা তারও কম করার আবেদন জানিয়েছে কাগজ আমদানিকারক ও ব্যাবসায়ী অ্যাসোসিয়েশান।
রোববার (২৭ এপ্রিল) সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ আবেদন জানানো হয়। এতে চট্টগ্রাম কাগজ ও সেলোফিন ব্যবসায়ী গ্রুপও যোগ দেয়।
ব্যবসায়ীরা জানায়, প্রকাশনা, মোড়কজাত ও ঔষুধ শিল্পের প্রধান কাঁচামাল কাগজ ও সেলোফিন হলেও তা দেশে উৎপাদিত হয় না। বিদেশ থেকে আমদানি করতে হয়। ৫ শতাংশ শুল্ক হলে ব্যবসায় শৃঙ্খলা, দুর্নীতি হ্রাস ও কর ফাঁকি রোধ হবে বলেও জানান তারা।
বক্তাদের দাবি, কিছু অসাধু কর্মকর্তা অনৈতিক সুবিধা আদায়ের জন্য ইচ্ছাকৃতভাবে ব্যাক্তিগত ও কোম্পানির আয়করের ওপর অযাচিত অডিট আপত্তি দিয়ে থাকেন। এ ক্ষেত্রে শুল্ককর ৫ শতাংশ হলে অসাধু কর্মকর্তাদের দৌরাত্ম্য কিছুটা কমে আসবে বলে মনে করেন ব্যবসায়ীরা।
/এমএইচ
Leave a reply