সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
“চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে, যেখানেই মাদক সেখানেই প্রতিবাদ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে মাদকবিরোধী বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার ডোয়াইল ইউনিয়নের ডোয়াইল বাজার এলাকায় সচেতন নাগরিকদের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, মাদকের ছোবলে দিনদিন এলাকায় যুব সমাজ নষ্ট হচ্ছে। স্কুল-কলেজের শিক্ষার্থীরা নেশায় আসক্ত হয়ে পড়ছে। মাদকের কড়াল ছোবলে এলাকায় চুরি ছিনতাই বাড়ছে। মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানসহ অনতিবিলম্বে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা। এলাকা থেকে মাদক নির্মূলের কঠোর ব্যবস্থা গ্রহণ না করা হলে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন সমাবেশ থেকে বক্তারা।
সমাবেশে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক লিটন মিয়া’র সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ডোয়াইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোরশেদ আলম। এছাড়াও স্থানীয় বিভিন্ন পেশাজীবীসহ সচেতন নাগরিকরা সমাবেশে অংশ নেন।
/এটিএম
Leave a reply