ফরিদপুরে ‘সিটি ক্লিন’ উদ্যোগের যাত্রা শুরু

|

পরিচ্ছন্ন ও সবুজ শহর গড়ার লক্ষ্য নিয়ে ফরিদপুরে শুরু হলো ‘সিটি ক্লিন’ প্রকল্প। কিউ লিপের পরিকল্পনায় এবং এইচএসএফের বাস্তবায়নে শনিবার (২৬ এপ্রিল) বিকেলে শহরের একটি রেস্টুরেন্টে এ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

প্রকল্পের আওতায় ফরিদপুর জেলার নতুন উদ্যোক্তাদের কিভাবে পরিবেশবান্ধব ব্যবসা শুরু করা যায়, সেই বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে। পাশাপাশি, পরিবেশ আইন সম্পর্কে তরুণ প্রজন্মকে সচেতন করার লক্ষ্যে নেয়া হয়েছে বিশেষ কার্যক্রম।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর পরিবেশ অধিদফতরের ডেপুটি ডিরেক্টর মো. সাঈদ আনোয়ার। তিনি বলেন, ফরিদপুরে বায়ু দূষণের মাত্রা উদ্বেগজনক হারে বাড়ছে। এ অবস্থায় আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।  

এইচএসএফের চেয়ারম্যান এম এ মুকিত উদ্বোধনী বক্তব্যে বলেন, ই-বর্জ্য এখন আমাদের ভবিষ্যতের জন্য বড় হুমকি। এ বিষয়ে সময়মতো পদক্ষেপ না নিলে, পরিবেশের ক্ষতি হবে ভয়াবহ।

কিউ লিপের সিইও জোবায়ের হোসেন বলেন, আমরা চাই ফরিদপুর হোক পরিচ্ছন্ন, সবুজ ও টেকসই এক শহর। এ লক্ষ্যে আমাদের কাজ অব্যাহত থাকবে।

এইচএসএফের প্রধান নির্বাহী মো. বোরহানুল আশেকীন বলেন, পরিবেশ রক্ষায় শুধু সরকারি উদ্যোগ নয়, ব্যক্তিগত পর্যায়েও সচেতনতা ও দায়িত্বশীলতা প্রয়োজন। পরিবেশ আইন জানতে হবে, মানতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন ফরিদপুরের তরুণ উদ্যোক্তারা। নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেন তারা, এবং পরিবেশ রক্ষায় নিজেদের করণীয় সম্পর্কে সচেতনতা লাভ করেন।

/এএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply