সাদমানের সেঞ্চুরিতে ৬৪ রানের লিডে দিন শেষ বাংলাদেশে

|

দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে সাদমানের সেঞ্চুরিতে ৬৪ রানের লিড নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে বাংলাদেশ। জিম্বাবুয়ের ২২৭ রানের জবাবে দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ২৯১ রান।

দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে প্রথম বলেই মুজারাবানির হাতে উইকেট হারালে ধসে পড়ে সফরকারীদের ইনিংস। ৬ উইকেট শিকার করেন তাইজুল ইসলাম।

জবাবে দুর্দান্ত সূচনা পায় বাংলাদেশ। ৩২ ইনিংস পর সেঞ্চুরির উদ্বোধনী জুটি গড়েন সাদমান ইসলাম ও এনামুল হক বিজয়। ১১৮ রানের এই জুটি ভাঙে ৩৯ রানে বিজয় মুজারাবানির শিকার হলে। সেঞ্চুরির দেখা পান সাদমান, সেই সাথে ক্যারিয়ারের ১ হাজার রানের মাইলফলকও স্পর্শ করেন তিনি। এরপর মুমিনুল হক ৩৩ রানে আউট হলে ভাঙে আরেকটি ৭৬ রানের জুটি। সাদমান ফেরেন ১২০ রানে। ইনিংস লম্বা করতে ব্যর্থ হন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম।

এর আগে, গতকাল উদ্বোধনী জুটিতে ৪১ রান যোগ করেন দুই ওপেনার ব্রায়ান বেনেট ও বেন কারান। ২১ রানে ব্রায়ানকে ফিরিয়ে অভিষেক ম্যাচেই নিজের প্রথম উইকেট নেন তানজিম সাকিব। আরেক ওপেনার বেন কারানকে ফেরান তাইজুল ইসলাম। দলীয় ৭২ রানে ২ উইকেট হারায় জিম্বাবুয়ে। ১৭৭ রানে ২ উইকেট থেকে ২১৭ রানেই নেই ৯ উইকেট — মাত্র ৪০ রানের ব্যবধানে ৭ উইকেট হারিয়ে মুখ থুবড়ে পড়ে জিম্বাবুয়ের ব্যাটিং।

/এসআইএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply