বাউফল করেসপনডেন্ট:
পটুয়াখালীর বাউফলে জমিজমা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনায় আহত শাহ আলম রাঢ়ীর (৫৭) মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১ মে) সকালে বাউফল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ জানায়, গত ২৩ মার্চ সদর ইউনিয়নের গোসিঙ্গা গ্রামে সংঘর্ষের ঘটনাটি ঘটে। জমি সংক্রান্ত বিরোধ নিয়ে শাহ আলম রাঢ়ীর সঙ্গে তার প্রতিবেশী গোবিন্দ, বিধান, রাজু ও হৃদয়ের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পরিবারের সদস্যরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন রাঢ়ী। এছাড়া, আরও কয়েকজন আহত হন।
এ ঘটনায় গত ২৪ এপ্রিল বাউফল থানায় মারামারির মামলা হয়। মামলার দুই আসামিকে কয়েকদিন আগে গ্রেফতারও করা হয়েছিল বলে জানা যায়।
বাউফল উপজেলা স্বাস্থ্য বিভাগের প্রধান ডা. আব্দুর রউফ বলেন, ব্রেইনে আঘাতের ফলে রোগীর নিউমোনিয়া হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্য হয়। তার মরদেহ উদ্ধার করে হেফাজতে নিয়েছে পুলিশ।
/এএম
Leave a reply