এক্স ক্যান্ট. বিইউএসএমএস অ্যালামনাই ঢাকা চ্যাপ্টার ২০২৫ সিরিজের পুনর্মিলনী অনুষ্ঠিত

|

এক্স ক্যান্ট. বিইউএসএমএস অ্যালামনাই ঢাকা চ্যাপ্টার ২০২৫ সিরিজ এর প্রথম পুনর্মিলনী সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ মে) গুলশান-১ এ আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা।

অনেকেই প্রথমবারের মতো একে অপরের সঙ্গে দেখা করলেও, সম্পর্কের গভীরতা যেন বহু বছরের পরিচয়ের মত ছিল। একজন অংশগ্রহণকারী বলেন, অনেক ভাইদের প্রথমবার দেখা হলেও মনে হচ্ছিল যেন বহুদিনের চেনা।

এই পুনর্মিলনী কেবল একটি সুন্দর মিলনমেলা নয়, বরং এক্স ক্যান্ট. বিইউএসএমএস-এর অফিসিয়াল অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

মিলেন মেলায় উপস্থিত ছিলেন, বিইউএসএমএস এর সাবেক শিক্ষক জামিল উদ্দিন। বর্তমানে তিনি ঢাকা ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ মঞ্জুর মোর্শেদসহ আরও অনেকে।

/এএইচএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply