ছবি: সংগৃহীত
ইনজুরির কারণে পাকিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। তার বিকল্প হিসেবে খালেদ আহমেদ দলে ডাক পেয়েছেন। রোববার (২৫ মে) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিজ্ঞপ্তিতে জাতীয় দলের ফিজিও দেলোয়ার হোসেন বলেছেন, “গতকাল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নিজের শেষ ম্যাচ খেলার সময় মোস্তাফিজুর রহমান বাম হাতের বৃদ্ধাঙ্গুলিতে ক্লিপ ফ্র্যাকচার পেয়েছেন। এই আঘাত থেকে সেরে উঠতে তাকে বিশ্রাম ও রিহ্যাবিলিটেশনের প্রয়োজন।”
এতে আরও বলা হয়, “আমাদের বর্তমান মূল্যায়ন অনুযায়ী, আগামী দুই থেকে তিন সপ্তাহ তিনি মাঠের বাইরে থাকবেন। দুই সপ্তাহ পর আমরা তার সুস্থতার অগ্রগতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেব।”
মূলত দিল্লি ক্যাপিটালসের গতকালকের ম্যাচে চোটে পড়েন মোস্তাফিজ। বোলিংয়ের সময় ফিরতি ক্যাচ নিতে গিয়ে আঙুলে চোট পান তিনি। তবে সেই সময়ে চোট গুরুতর মনে হয়নি। চোট পাওয়ার পরও নিজের কোটার বাকি দুই ওভার বোলিং সম্পূর্ণ করেন তিনি।
/এসআইএন
Leave a reply