জুলাইয়ের মধ্যেই জাতীয় সনদ তৈরি সম্ভব: আলী রীয়াজ

|

ফাইল ছবি।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্বের আলোচনার পর আগামী জুলাই মাসের মধ্যেই জাতীয় সনদ তৈরি সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ।

সোমবার (২৬ মে) জাতীয় সংসদ ভবনের এলডি হলে ঐকমত্য কমিশনের প্রথম ধাপের সংলাপ শেষে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

লিখিত বক্তব্যে আলী রীয়াজ বলেন, গত ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর আমাদের সমাজ, রাষ্ট্র, আইন নতুন করে সাজানোর এক ঐতিহাসিক সুযোগ আমাদের সামনে হাজির হয়েছে। ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে আমাদের ভোটাধিকার ও টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে কতগুলো সুদূরপ্রসারী সংস্কার বাস্তবায়নের মাধ্যমে আমাদের পক্ষে জুলাই অভ্যুত্থানের বীর সেনানীদের রক্তের ঋণ স্বীকার করা সম্ভব হবে।

এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, নির্বাচন এবং সংস্কারের মধ্যে কোনো বিরোধ নেই। ভবিষ্যতে রাজনৈতিক কাঠামো যেনো এমন হয়, যাতে স্বৈরাচার ব্যবস্থা ঢুকতে না পারে, সেটাই কমিশনের লক্ষ্য।

/এসআইএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply