কুড়িগ্রাম সীমান্তে লাইট বন্ধ করে পুশ ইনের চেষ্টা, রাতভর পাহারা স্থানীয়দের

|

কুড়িগ্রামের কচাকাটা সীমান্তে বিএসএফের পুশইন ঠেকাতে প্রায় ১ কিলোমিটার এলাকায় মানব দেয়াল সৃষ্টি করে রাতভর পাহারা দেয় স্থানীয় জনতা। শুক্রবার (৩০ মে) রাতে কচাকাটা থানার শোভারকুটি ও শিপেরহাট সীমান্তে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সন্ধ্যা ৭টার দিকে বিএসএফ সদস্যরা দুটি পিকআপ ভ্যানে প্রায় ৬০ জনকে সীমান্ত লাগোয়া ভারতের ফাইসকারকুটি গ্রামের একটি স্কুলে জড়ো করে। পরে সীমান্তের সব লাইট বন্ধ করে পুশ ইন করার চেষ্টা করে বিএসএফ।

এ খবর ছড়িয়ে পড়লে সীমান্তে অবস্থান নিয়ে পাহারা বসায় স্থানীয়রা। এসময় বিজিবি ও আনসার সদস্যরা সীমান্তে কঠোর অবস্থান নেয়। এ নিয়ে রাতভর চলে উত্তেজনা।

একপর্যায়ে বিএসএফ সদস্যরা অবস্থান নেয় ভারতীয় সীমান্তে। পরে রাত ২টার দিকে শূণ্য রেখায় অবস্থান নেয় বিএসএফ। এসময় বিএসএফ কয়েক দফা বিজিবির সঙ্গে কথা বলতে চাইলে বিজিবি তা প্রত্যাখ্যান করে। পরে রাত ৩টার দিকে শূণ্য রেখা থেকে সরে যায় বিএসএফ।

কুড়িগ্রাম-২২ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব উল হক বলেন, বিএসএফ অবৈধভাবে যেন কাউকে পুশইন করতে না পারে তাই সীমান্তে টহল জোরদার করা হয়েছে। 

/এএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply