সিক্রেট রেসিপির নতুন ফ্ল্যাগশিপ আউটলেট

|

ক্যাফে চেইন সিক্রেট রেসিপি তাদের নতুন ফ্ল্যাগশিপ আউটলেটের জমকালো উদ্বোধন করেছে।

আউটলেটটি বসুন্ধরা আবাসিক এলাকায়। ফেয়ার গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান পেপারনি লিমিটেডের মাধ্যমে বাজারে প্রবেশ করা ব্র্যান্ডটির ১৭তম আউটলেট এটি।

প্রশস্ত নতুন আউটলেটটি খাদ্যপ্রেমীদের জন্য একটি গুরুত্বপূর্ণ গন্তব্যস্থল হয়ে উঠবে বলে প্রত্যাশা করা হচ্ছে। এখানে পাওয়া যাবে সিক্রেট রেসিপির জনপ্রিয় কেক, পেস্ট্রি, মজাদার খাবার ও বিভিন্ন ধরণের পানীয়।

দীর্ঘদিন ধরে ঢাকা ও চট্টগ্রামের গ্রাহকদের সন্তুষ্ট করে আসছে সিক্রেট রেসিপি। এরইমধ্যে তারা বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম থেকে ‘সেরা রেস্টুরেন্ট ও ক্যাফে’ পুরস্কার অর্জন করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ফেয়ার গ্রুপের পরিচালক মুতাসসিম দায়ান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, সিক্রেট রেসিপি শুধু সুস্বাদু কেক ও খাবারের স্থান নয়, এটি এমন একটি জায়গা যেখানে পরিবার একত্রিত হয়, বন্ধুত্ব গড়ে ওঠে এবং মধুর স্মৃতি তৈরি হয়।

সিক্রেট রেসিপির হেড অব বিজনেস কে. এস. এম. মহিত-উল-বারী বলেন, এই আউটলেটে ৮০ জন অতিথির বসার ব্যবস্থা ও বিশেষ মিটিং রুম রয়েছে। যার মধ্যে নতুন সংযোজন ‘কাবাব প্ল্যাটার’ও আছে। মিষ্টি, ঝাল ও পানীয় সব মিলবে এক ছাদের নিচে।

আউটলেট উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণমাধ্যম ব্যক্তিত্ব আজরা মাহমুদ, বুলবুল টুম্পা ও ফারহান।

উদ্বোধন উপলক্ষ্যে, ৩ জুন পর্যন্ত কেকসহ সকল মেনু ও ডাইন-ইন অর্ডারে ১৫% ছাড় উপভোগ করতে পারবেন গ্রাহকরা।

/এএইচএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply