ছবি: ইন্ডিয়া টুডে
বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (আরসিবি)-এর জয় উদযাপনের সময় পদদলিত হয়ে ১১ জনের মৃত্যুর ঘটনার পর কর্নাটক ক্রিকেট সংস্থা (কেএসসিএ) নিজেদের দোষ অস্বীকার করেছে। সংস্থাটি জানিয়েছে, তারা শুধুমাত্র স্টেডিয়াম ভাড়া দেয়, দর্শকদের নিয়ন্ত্রণ বা ইভেন্ট পরিচালনার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। খবর এনডিটিভি’র।
শুক্রবার (৬ জুন) কর্নাটক হাইকোর্টে একটি আবেদন করে কেএসসিএ। তারা চায়, এই ঘটনায় তাদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর খারিজ করে দেওয়া হোক। কেএসসিএর সভাপতি রঘুরাম ভাট, সাধারণ সম্পাদক এ শঙ্কর এবং কোষাধ্যক্ষ ইএস জয়রাম এই আবেদন জমা দেন।
পিটিশনে বলা হয়েছে, কেএসসিএ-কে দোষী করা একটি বড় ধরনের অন্যায়। এই ইভেন্ট কর্নাটক সরকার নিজেরাই আয়োজন করেছিল। উদযাপন হয়েছিল বিধান সৌধে, যেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার এবং একাধিক মন্ত্রী ও কর্মকর্তারা।
কেএসসিএ আরও জানায়, ইভেন্টে নিরাপত্তা ও দর্শক নিয়ন্ত্রণের দায়িত্ব ছিল আরসিবি, ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি এবং পুলিশের। তারা কেবল মাঠ ভাড়া দিয়েছে।
পিটিশনে বলা হয়, গেট ও ভিড় ব্যবস্থাপনার দায়িত্ব কেএসসিএর ছিল না। এটি ছিল আরসিবি, ইভেন্ট সংগঠক এবং পুলিশের দায়িত্ব।
এই ঘটনার পর পুলিশ কেএসসিএ-র দুই শীর্ষ কর্মকর্তা শঙ্কর ও জয়রামকে খুঁজছে। তারা এখনও পলাতক। জানা গেছে, শঙ্কর উপমুখ্যমন্ত্রী শিবকুমারের ঘনিষ্ঠ।
ঘটনায় এখন পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন আরসিবি-র মার্কেটিং প্রধান নিখিল সোসালে। তিনি বেঙ্গালুরু বিমানবন্দর থেকে মুম্বাই যাওয়ার সময় আটক হন। এছাড়া ডিএনএ এন্টারটেইনমেন্ট নামে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির তিনজন সুনীল ম্যাথিউ, কিরণ ও সুমন্ত গ্রেপ্তার হয়েছেন।
বেঙ্গালুরু পুলিশ কমিশনার বি দয়ানন্দসহ একাধিক পুলিশ কর্মকর্তাকে এরইমধ্যে সাসপেন্ড করেছে রাজ্য সরকার। পদদলিত হয়ে মৃত্যু ও আহতের ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়েছে কংগ্রেস সরকার। বিজেপি এই ঘটনার দায়ে মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে।
উল্লেখ্য, বুধবার আরসিবি-র আইপিএলে প্রথম ট্রফি জয় উদযাপনে হাজার হাজার মানুষ জড়ো হন স্টেডিয়ামে। ভিড় সামলাতে না পেরে হুড়োহুড়িতে পদদলিত হয়ে ১১ জনের মৃত্যু হয়। আহত হন অন্তত ৬০ জন।
/এমএমএইচ
Leave a reply