ঈদের দিন রাজধানীতে বৃষ্টি

|

দেশব্যাপী পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। শনিবার (৭ জুন) সকাল থেকেই রাজধানীর আবহাওয়া ছিল মোটামুটি গুমোট। আকাশে লক্ষ্য করা গেছে কালো মেঘের ঘনঘটা। দুপুর ১২টা নাগাদ শুরু হয় বৃষ্টি।

এদিন রাজধানীর বারিধারা, বাড্ডা, প্রগতি সরণী, গুলশান এলাকায় বৃষ্টি নামে। শুরুতে ঝিরিঝিরি বৃষ্টি হলেও এক পর্যায়ে তা রূপ নেয় মুষলধারে।

রাস্তায় গণপরিবহনের সংখ্যাও ছিল খুবই কম। বৃষ্টিতে স্বস্তি আসলেও কোরবানির কাজে কিছুটা বিঘ্ন ঘটে।

উল্লেখ্য, শুক্রবার রাতে আবহাওয়া অধিদফতর থেকে প্রকাশিত সারাদেশের শনিবারের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে থাকতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি। সেইসঙ্গে তাপমাত্রাও বাড়তে পারে।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply