যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে ঈদুল আজহা উদযাপন করছেন দেশের মুসলিম সম্প্রদায়। এই মহিমান্বিত দিনে ত্যাগের বার্তা দিয়েছেন দেশের তারকা ক্রিকেটাররাও, অনিন্দ্য শুভেচ্ছা জানিয়েছেন ভক্তদের।
আজ শনিবার (৭ জুন) বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস নিজের অফিশিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন– এই ঈদে আপনার জীবনে আসুক আনন্দ, সুস্থতা ও অফুরন্ত আশির্বাদ। আসুন, একতা ও সম্মানের উদ্দীপনায় আমরা একসাথে ঈদ উদযাপন করি!
অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ নিজের অফিশিয়াল ফেসবুক পেজে এক হৃদয়ছোঁয়া বার্তা দেন। তিনি লেখেন, পবিত্র ঈদুল আজহা হোক ত্যাগের মহিমায় উদ্ভাসিত। এই পবিত্র দিনেআরও গভীর হোক আমাদের আত্মত্যাগের ক্ষমতা ও ভালোবাসার শক্তি।
অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম আজ সকালে একটি ছবি শেয়ার করে ভক্তদের ঈদের শুভেচ্ছা দেন। এছাড়া, পেসার শরিফুল ইসলামও ঈদের শুভেচ্ছা জানান ভক্তদের।
এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট দলের কোনো আন্তর্জাতিক সিরিজের ব্যস্ততা নেই। তবে আগামী ১৩ জুন পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কায় পা রাখবে লাল-সবুজের প্রতিনিধিরা। এই সফরে শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।
/এএম
Leave a reply