ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছে ক্যালিফোর্নিয়া রাজ্য প্রশাসন

|

যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে দেশটির ক্যালিফোর্নিয়া রাজ্য প্রশাসন। ন্যাশনাল গার্ডের সেনা মোতায়েনকে অসাংবিধানিক আখ্যা দিয়ে নেয়া হয় এ পদক্ষেপ।

মঙ্গলবার (১০ জুন) ‘দ্য ওয়াশিংটন পোস্ট’ -এর এক প্রতিবেদনে নিশ্চিত করা হয় এ তথ্য।

প্রতিবেদনে বলা হয়, গভর্নরের সম্মতি ছাড়াই লস অ্যাঞ্জেলেসে ২০০০ ন্যাশনাল গার্ড সেনা মোতায়েনের যে সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসন দিয়েছে তা আইনসম্মত নয়। তাই এই আদেশের বিরুদ্ধে মামলা করেছে ক্যালিফোর্নিয়া প্রশাসন।

সান ফ্রান্সিসকোর ফেডারেল আদালতে ২২ পৃষ্ঠার অভিযোগপত্রে বলা হয়েছে, সংবিধান ও ফেডারেল আইন লঙ্ঘন করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এ সময়, ভবিষ্যতে অবৈধভাবে সেনা তলব বন্ধে আদেশ দিতেও অনুরোধ জানানো হয় বিচারকের কাছে।

এর ফলে ফেডারেল সরকার এবং যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক নেতৃত্বাধীন সবচেয়ে জনবহুল রাজ্যটির মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে।

এর আগে, ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে অভিবাসী ইস্যুতে শুরু হওয়া বিক্ষোভে, গত শনিবার ন্যাশনাল গার্ডের দু’হাজার সেনা মোতায়েনের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। পরে সোমবার জানান, এ সংখ্যা বাড়িয়ে চার হাজার করা হবে।

উল্লেখ্য, শুরু থেকেই বিক্ষোভ দমনে ট্রাম্পের হস্তক্ষেপ ও কঠোর নীতির বিরোধিতা করে আসছিলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম। এজন্য তাকে গ্রেফতারের হুমকিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

/এএইচএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply