
রাজধানীর তেজগাঁওয়ের সাত রাস্তার মোড়ে অবস্থিত বাইতুল আমান মাদরাসার হিফজ বিভাগের ছাত্র সাব্বির হোসেন (১২)। গত ১৬ আগস্ট ছুটি কাটিয়ে মামার সঙ্গে মাদরাসায় ফেরে সাব্বির। ফেরার দিনই কাউকে কিছু না বলে মাদরাসা থেকে লাপাত্তা সাব্বির। গত ৯ দিনেও তার খোঁজ পাওয়া যায়নি।
মামা মাহাদী হাসান জানান, গত ১৬ আগস্ট বেলা ১১টার দিকে ছুটি কাটিয়ে আমার সঙ্গে মাদরাসায় ফেরে সাব্বির। মাদরাসার শিক্ষকের সঙ্গে কথা চলছিল। এ সময় টয়লেটে যাওয়ার কথা বলে আমাদের কাছ থেকে উঠে যায় সে। দীর্ঘক্ষণ পার হলেও ফিরে না আসায় সন্দেহ হয়। এরপর পুরো মাদরাসা খুঁজে তাকে পাওয়া যায়নি। আত্মীয়-স্বজনদের বাড়িতেও খোঁজ নেয়া হয়েছে কিন্তু তার হদিস নেই।
নিখোঁজ সাব্বির হোসেন গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়াপাড়া গ্রামের সোহেল মিয়ার ছেলে।
তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নিখোঁজ সাব্বিরের মা আছমা আক্তার। পুলিশ জানিয়েছে, নিখোঁজ সাব্বিরকে খুঁজে পেতে চেষ্টা চলছে।
/এএম



Leave a reply