আয়রনম্যান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে দুই বাংলাদেশি

|

ফ্রান্সের নিশেতে আগামীকাল রোববার (১৪ সেপ্টেম্বর) আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের আসরে বাংলাদেশ থেকে দুইজন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।

তারা হলেন, মোহাম্মদ শামছুজ্জামান আরাফাত ও মো. আরিফুর রহমান।

এই প্রতিযোগীতায় অংশগ্রহণকারীদের ৩.৮ কিলোমিটার সাঁতার, ১৮০ কিলোমিটার সাইক্লিং ও ৪২.২ কিলোমিটার দৌড় সম্পন্ন করতে হবে।

প্রসঙ্গত, ১৯৭৮ সাল থেকে যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের কানালুয়াতে ঐতিহ্যগতভাবে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে। তবে ২০২২ সাল থেকে নারী ও পুরুষদের আলাদা রেসের ব্যবস্থা করা হয়। এবারের আসরের নারীদের রেস হাওয়াইয়ে ও পুরুষদের রেস ফ্রান্সের নিস অনুষ্ঠিত হবে।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply