
ছাত্রলীগ নেতা দিয়াজ ইরফান চৌধুরী হত্যা মামলায় সাবেক সহকারী প্রক্টর আনোয়ার হোসেনকে কারাগারে পাঠানোর প্রতিবাদে ছাত্রলীগের একাংশের ডাকা অবরোধে ২য় দিনের মতো অচল হয়ে পড়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
মঙ্গলবার সকালে ক্যাম্পাসের প্রধান ফটকে তালা লাগিয়ে দেওয়ায় ক্যাম্পাস থেকে কোনো বাস শহরে আসতে পারেনি। নগরীর ঝাউতলা স্টেশনে শাটল ট্রেন আটকে দেয়ায় সেটিও চট্টগ্রাম শহর থেকে ক্যাম্পাসে যেতে পারেনি। অনুষ্ঠিত হয়নি ক্লাস পরীক্ষা। অন্যদিনের তুলনায় শিক্ষার্থীদের উপস্থিতিও কম।
আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর। তবে শিক্ষক আনোয়ার হোসেনকে মুক্তি না দেয়া পর্যন্ত অবরোধ অব্যাহত থাকবে বলে জানান ছাত্রলীগের একাংশের নেতারা।
যমুনা অনলাইন: টিবিডেজ/টিএফ



Leave a reply