
পেটব্যথা সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে নাটোরের লালপুর উপজেলার সানোয়ার হোসেন (৫০) নামে এক কৃষক আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার (১৫ জুন) রাতে উপজেলার করিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সানোয়ার ওই গ্রামের মৃত মেহের আলীর ছেলে।
স্বজনরা জানিয়েছে, সানোয়ার দীর্ঘ দিন ধরে পেটের পীড়ায় ভুগছিলেন। পরিবারের সদস্যদের অজান্তে মঙ্গলবার রাত ৩টার দিকে সানোয়ার তার নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। ধারণা করা হচ্ছে পেটের ব্যথা সইতে না পেরে এমন ঘটনা ঘটাতে পারে ওই ব্যক্তি।
স্থানীয়রা খবর দিলে পরে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
 
 
				
				
				 
 
				
				
			


Leave a reply