খুলনা বিভাগে করোনায় একদিনে ৩০ মৃত্যু, শনাক্তের রেকর্ড

|

খুলনা বিভাগে করোনা সংক্রমণ ব্যাপক আকার ধারণ করেছে। গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে বিভাগটিতে মারা গেছেন ৩০ জন। একই সময় ব্যবধানে খুলনা বিভাগে রেকর্ড ১ হাজার ৪৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. রাশেদা সুলতানা সোমবার (২৮ জুন) এ তথ্য নিশ্চিত করেছেন।

বিভাগটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ৩০ জনের মধ্যে কুষ্টিয়া জেলায় মারা গেছেন সর্বোচ্চ ৯ জন, খুলনা জেলায় মারা গেছেন ৬ জন, আর ৪ জন করে মারা গেছেন ঝিনাইদহ ও মেহেরপুরে। এছাড়া বাগেরহাট ও চুয়াডাঙ্গায় ২ জন করে মারা গেছেন। ১ জন করে মারা গেছেন সাতক্ষীরা, যশোর, ও নড়াইল জেলায়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply