টাইব্রেকারের পর দর্শকদের সাথে স্বপ্নভঙ্গের বেদনা ভাগাভাগি করে নিচ্ছেন জ্যাক গ্রিয়ালিশ। ছবি: সংগৃহীত
ইউরোর ফাইনালে টাইব্রেকারে ইংল্যান্ডের পরাজয়ের পর নানা ধরনের সমালোচনা হজম করতে হচ্ছে কোচ গ্যারেথ সাউথগেটকে। টাইব্রেকারে ইংল্যান্ডের কিছু সিনিয়র খেলোয়াড়ের বসে থাকা অনেকেই মেনে নিতে পারছে না যেখানে শট নিয়ে ব্যর্থ হয়েছেন ১৯ বছর বয়সী বুকায়ো সাকা।
ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তি রয় কিন ইংল্যান্ডের কিছু সিনিয়র খেলোয়ারের সমালোচনা করে টুইটও করেছেন। সেখানে তিনি বলেন, রাহিম স্টার্লিং ও জ্যাক গ্রিয়ালিশ নিজে না গিয়ে সাকার মতো ১৯ বছর বয়সী এক তরুণকে কোনোভাবেই পেনাল্টি নিতে পাঠাতে পারেন না।
রয় কিনের টুইটের জবাব টুইটেই দিয়েছেন গ্রিয়ালিশ। তিনি বলেন, টাইব্রেকারে কে শট নেবে তা সম্পূর্ণই কোচ সাউথগেটের সিদ্ধান্ত। তবে শট নেবার ব্যাপারে আমার আগ্রহের কথা জানিয়েছিলাম। পুরো টুর্নামেন্ট জুড়েই কোচ সঠিক সিদ্ধান্ত নিয়ে আসছেন আর ফাইনালেও তার ব্যতিক্রম হয়নি। কিন্তু যেখানে আমি পেনাল্টি নিতে চেয়েছি, সেখানে কেউ আমার অনাগ্রহ নিয়ে কথা বলতে পারে না।
সোমবার (১২ জুলাই) গণমাধ্যমের সাথে এ নিয়ে কথা বলেন কোচ সাউথগেট। তিনিও খোলাসা করেন যে, পেনাল্টি কারা নেবেন তা সম্পূর্ণই ছিল তার সিদ্ধান্ত। আর অনুশীলনে যারা ভালো করেছেন তাদের উপরেই পেনাল্টিতে নির্ভর করেছিলেন তিনি। সাউথগেট আরও বলেন, আমাদের সবার হৃদয়ই ভেঙেছে। কেবল ফাইনালে সবকিছু ঠিকঠাক মতো হলো না বলে খেলোয়াড়দের দায় দিতে চাই না। আমি গর্বিত পুরো স্কোয়াড নিয়েই।
Leave a reply