
ত্রয়োদশ শতাব্দীর চামচ। ছবি: সংগৃহীত
একটা চামচের বাজার মূল্য কত আর হবে, তাও আবার চায়ের চামচ। কিন্তু একটা পুরাতন চায়ের চামচ বিক্রি হলো প্রায় তিন লাখ টাকায়।
যুক্তরাজ্যের একটি দোকানে ওই চামচে চোখ আটকে যায় এক ব্যক্তির। মাত্র ২০ পেন্স (বাংলাদেশি ২০ টাকা) দিয়ে কিনে নেয় সেটা। পরে নিলামে সেই চামচটি বিক্রি করেন ২ হাজার ৩৭৫ পাউন্ডে, যা বাংলাদেশি মুদ্রায় ২ লাখ ৮০ হাজার টাকার বেশি।
গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, কার বুট সেলস যুক্তরাজ্যের লন্ডনে ঘরের আসবাবপত্র কেনাবেচার জন্য খুব জনপ্রিয় বাজার। ওই রকম একটি বাজার থেকে চামচটি কেনেন এক ব্যক্তি। দেখেই বোঝেন সাধারণ আর দশটা চামচের চেয়ে ওই চামচটি আলাদা।
তাই বাড়ি ফিরে সমারসেটের লরেন্স নিলাম কোম্পানিতে ফোন দেন ওই ব্যক্তি। ওই কোম্পানির বিশেষজ্ঞরা চামচটি পরীক্ষা করে জানান, চামচটি ত্রয়োদশ শতাব্দীর চামচ। চামচটির নিলামে শুরুর দাম রাখা হয় ৫০০ পাউন্ড। শেষপর্যন্ত ২ হাজার ৩৭৫ পাউন্ডে বিক্রি হয় চামচটি।
 
 
				
				
				 
 
				
				
			


Leave a reply