
দৌলতদিয়া ঘাটে যানবাহনের দীর্ঘ সারি।
রাজবাড়ী প্রতিনিধি:
পদ্মা নদীর তীব্র স্রোতে ফেরি চলাচল ব্যাহত এবং দক্ষিণাঞ্চলের ২১ জেলা ও বাংলাবাজার-শিমুলিয়া নৌ-রুটে বাড়তি যানবাহনের চাপে প্রতিনিয়ত দৌলতদিয়া ঘাট এলাকায় তৈরি হচ্ছে পণ্যবাহী যানবাহনের দীর্ঘ সারি।
ফলে প্রতিটি পণ্যবাহী যানবাহনকে ফেরি পেতে অপেক্ষা করতে হচ্ছে ২ থেকে ৩ দিন পর্যন্ত। এতে ভোগান্তির পাশাপাশি বেড়ে যাচ্ছে তাদের পরিবহন খরচ। ব্যবসায়ীদের গুণতে হচ্ছে লোকসান।
শুক্রবার (২০ আগস্ট) সকালে দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের অন্তত ৩ কিলোমিটার জুড়ে অপচনশীল পণ্যবাহী ট্রাকের দীর্ঘসারি দেখা গেছে। এর মধ্যে রয়েছে কিছু যাত্রীবাহী যানবাহনও। এছাড়া ঘাট এলাকার যানজট মুক্ত রাখতে ঘাট থেকে ১৪ কিলোমিটার দূরে গোয়ালন্দ মোড়ের রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কয়েক কিলোমিটার সড়কে পণ্যবাহী ট্রাক সিরিয়ালে আটকে রাখা হয়েছে। তবে যাত্রীবাহী বাস ও পচনশীল কাঁচামাল বোঝাই ট্রাকগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পার হতে দেখা যায়।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কর্তৃপক্ষ জানায়, বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ছোট বড় ১৮টি ফেরি চলাচল করছে। স্রোতে ফেরি চলাচল ব্যাহত ও অতিরিক্ত যানবাহনের চাপে উভয় ঘাটে সিরিয়াল তৈরি হচ্ছে। দুপুর পর্যন্ত প্রায় ৫ শতাধিক যানবাহন পারের অপেক্ষায় আছে দৌলতদিয়া প্রান্তে।
ইউএইচ/



Leave a reply