সড়ক দুর্ঘটনায় লাক্স তারকা নাজিফা তুষিসহ ৫ জন আহত হয়েছেন।
সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন লাক্স তারকা নাজিফা তুষি, অভিনেতা শরিফুল রাজ ও খায়রুল বাসারসহ ৫ জন। তাদের মধ্য গুরুতর আহত ২ জন আইসিইউতে রয়েছেন।
বৃহস্পতিবার রাত ২টার দিকে রাজধানীর গুলশান অ্যাভিনিউতে এ দুর্ঘটনার শিকার হন এই তারকারা। সম্প্রতি ‘নেটওয়ার্কের বাইরে’ ওয়েব সিনেমায় অভিনয় করে রাজ, তুষি ও খায়রুল বাসার বেশ আলোচিত হয়েছেন।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ইউনাইটেড ইউনাইটেড হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা সাজ্জাদুর রহমান শুভ বলেন, বৃহস্পতিবার আনুমানিক রাত ২টার দিকে সড়ক দুর্ঘটনায় আহত পাঁচ জনকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন। প্রফেসর রেজাউল করিমের তত্ত্বাবধানে তারা চিকিৎসা নিচ্ছেন।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান বলেন, রাতে গুলশান ১ নম্বরে একটি সড়ক দুর্ঘটনা ঘটে। এতে মোট ৫ জন আহত হন। তাদের মধ্যে দুই জন আইসিইউতে রয়েছেন।
ইউএইচ/
Leave a reply