নাসুমের ধাঁধায় বেকায়দায় নিউজিল্যান্ড

|

হেনরি নিকোলসের মতো কিউই টপ অর্ডার আজ ছিল নাসুমের ঘূর্ণিতে আচ্ছন্ন।

প্রথম স্পেলে ফিরিয়েছিলেন ফিন অ্যালেন ও টম ল্যাথামকে। পরের স্পেলে ফিরে এসেই হেনরি নিকোলস ও কলিন ডি গ্র্যান্ডহোমকে ফিরিয়ে নাসুম আবির্ভূত হলেন কিউইদের জন্য মূর্তিমান ত্রাস হিসেবে। নাসুমের বোলিং ফিগারটাও হয়েছে দেখার মতো, ৪-২-১০-৪!

এর সাথে নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথামকে চমৎকার টার্নে পরাস্ত করেন মেহেদী হাসান।

১৬ রানে দুই উইকেট হারানোর পর উইল ইয়াংকে নিয়ে ৩৫ রানের জুটি গড়ে পাল্টা আঘাতের পরিকল্পনাই হয়তো করছিলেন টম ল্যাথাম। কিন্তু ১ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে ৫১/২ থেকে ৫২/৫ হয়ে যায় নিউজিল্যান্ড।

পাঁচ উইকেটের মাঝে চারটিই নিয়েছেন নাসুম। হেনরি নিকোলস ও কলিন ডি গ্র্যান্ডহোমকে পরপর দুই বলে আউট করে জাগিয়ে তুলেছিলেন হ্যাটট্রিকের সম্ভাবনা। সেটা না হলেও কলিন ডি গ্র্যান্ডহোমকে দুঃস্বপ্নের মতো একটা সিরিজ উপহার দেয়ার সাথে সাথে কিউইদেরও ঠেলে দেন ব্যাকফুটে।

শেষ খবর পাওয়া পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ১৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ৬৩ রান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply