মোদির সাফল্য দেখাতে লস অ্যাঞ্জেলসের ছবি ব্যবহার, বিতর্ক তুঙ্গে

|

ছবি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭১তম জন্মদিন উপলক্ষে একটি ভিডিয়ো প্রকাশ করেছে বিজেপি। টুইটারে আপলোড করা সেই ভিডিওতে মোদির আমলে দেশটির বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের কথা তুলে ধরা হয়েছে। ভারতের সমৃদ্ধশালী কয়েকটি শহরের ছবিও দেখানো হয়েছে ভিডিয়োর শেষের দিকে। আর সেখানেই যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ছবি ব্যবহারের অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই অনেকে তা চিহ্নিতও করেছেন।

দলের নেতাদের সাফল্য দেখাতে গিয়ে ভুল ছবি ব্যবহারের দৃষ্টান্ত বিজেপির এটিই প্রথম নয়। কিছুদিন আগেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন বিজেপি সরকারের সাফল্য দেখাতে একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদপত্রের পাতা জুড়ে বিজ্ঞাপন দেয়া হয়েছিল। কিন্তু তাতে যে উড়ালসেতুর ছবি দেখানো হয়েছিল, তা ছিল কলকাতার মা উড়ালসড়কের। বিষয়টি নিয়ে বিতর্ক উঠেছিল চরমে। এই ঘটনার কয়েক দিন পরই ফের ভুল ছবি ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি-র বিরুদ্ধে।

বিজেপি-র টুইটার হ্যান্ডলে প্রকাশিত ভিডিও তুলে ধরা হয়েছে মোদির সাফল্য। সেখানে মোদীকে ‘স্বপ্নদ্রষ্টা’, ‘সংস্কারক’ বলে অভিহিত করা হয়েছে। শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থায় তিনি বিপুল পরিবর্তন এনেছেন বলে দাবি করা হয়েছে। ভারতের অর্থনীতিকে তিনি চাঙ্গা করেছেন, এমন দাবিও করা হয়েছে সেখানে। কিন্তু ভিডিওর ২ মিনিট ২২ সেকেন্ডের পর আবির্ভাব হওয়া একটি ছবিই তাল কেটেছে।

https://twitter.com/i/status/1438676578696060929

ওই ছবিটি লস অ্যাঞ্জেলসের বলে দাবি করে বলা হয়েছে ছবিটি আমেরিকার ফোটো এজেন্সি অ্যালার্মির। বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি বিজেপি-র তরফে।

সূত্রঃ আনন্দবাজার পত্রিকা


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply