মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি।
ফ্যাসিবাদি আওয়ামী লীগ সরকার দেশের গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকারগুলো হরণ করেছে বলে আবারও অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানিয়ে এমন অভিযোগ করেন মহাসচিব। তিনি বলেন, ৭ নভেম্বরের মাধ্যমে দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছিল। অথচ তার ৫০ বছর পরে এসে সরকার এদিনটির আশা-আকাঙ্ক্ষাকে ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ মহাসচিবের।
এমনকি বর্তমান সরকার মুক্তিযুদ্ধের চেতনা বিরুদ্ধ কাজ করছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
Leave a reply