কিউইদের সামনে মামুলি টার্গেট দিলো আফগানিস্তান

|

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভের ম্যাচে আফগান ইনিংসের শুরু এবং শেষে ছিল কিউই বোলারদের আধিপত্য, এবং মাঝখানে ছিল নাযিবুল্লাহ জাদরানের লড়াই। একা জাদরান ছাড়া আর কোনো আফগান ব্যাটারই মাথা তুলে দাঁড়াতে না পারায় ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১২৪ রান সংগ্রহ করেছে আফগানিস্তান। কিউইদের সেমিতে যাওয়ার জন্য এখন সামনে রইলো ১২৫ রানের মামুলি এক টার্গেট।

কিউই তিন পেসারের তোপে ব্যাটিংয়ের শুরুতেই তিন উইকেট হারিয়ে বিপদে পড়ে আফগানিস্তান। অ্যাডাম মিলনে প্রথমে হানেন আঘাত। মোহাম্মদ শাহজাদকে উইকেটের পেছনে উইকেটরক্ষক ডেভন কনওয়ের দুর্দান্ত ক্যাচে পরিণত করেন এই এক্সপ্রেস পেসার। পরের ওভারেই আফগান উদ্বোধনী ব্যাটার হযরতুল্লাহ জাজাইর উইকেট শিকার করেন ট্রেন্ট বোল্ট। টিম সাউদিও বাদ যাননি উইকেট শিকারে। তিনে ব্যাট করতে নামা রাহমানুল্লাহ গুরবাজকে চমৎকার ইনসুইঙ্গারে এলবিডব্লিউ করে তিনি সাজঘরে ফেরালে বিপদে পড়ে যায় আফগানিস্তান।

১৯ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা আফগান ইনিংস মেরামতের দায়িত্বে ব্যাট করতে থাকেন নাযিবুল্লাহ জাদরান ও গুলবাদিন নায়িব। ৩৭ রানের জুটি গড়ে ইশ সোধির বলে বোল্ড হন গুলবাদিন নায়িব। তবে আরেক প্রান্তে ঠিকই দলের স্কোর বাড়ানোর কাজ করে যান নাযিবুল্লাহ জাদরান। জাদরানের ৪ ছয় ও ৩টি ছয়ে ৪৮ বলে ৭৩ রানের দুর্দান্ত ইনিংসটিই ছিল আফগান ব্যাটিংয়ের হাইলাইটস। কিউইদের পক্ষে ট্রেন্ট বোল্ট ১৭ রানে ৩টি এবং টিম সাউদি নেন ২৪ রানে ২ উইকেট।

অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, নিউজিল্যান্ডের পরাজয় কামনা এবং আফগানদের জয়ের জন্য প্রায় ১৩০ কোটি ভারতীয় সমর্থকের প্রার্থনাইয় তেমন একটা ফলাফল আসছে না। মাঠের লড়াইয়ের ফল কেবল মাঠেই পাওয়া যায়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply