সিশেলসের দেয়া শেষ মুহূর্তের গোলে হতাশার ড্র বাংলাদেশের

|

শ্রীলঙ্কায় ৪ জাতি ফুটবলের শুরুতেই বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। ম্যাচের ৮৭ মিনিট পর্যন্ত ১-০ গোলে এগিয়ে থেকেও সিশেলসের বিপক্ষে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে জামাল ভুঁইয়ার দলকে।

বাংলাদেশ শুরু করেছে পাসিং ফুটবলে, বলের নিয়ন্ত্রণ রেখে। বিপরীতে অগোছালো ফুটবল খেলেছে সিশেলস। প্রথম আক্রমণেই গোলের দেখা পায় বাংলাদেশ। ম্যাচের ১৭ মিনিটে ডিফেন্ডার বাদশার লম্বা পাস ধরে জোরালো শটে নিঁখুত ফিনিশিং করেন মোঃ ইব্রাহীম।

মিনিট দুয়েকের মাথায় আবারো নায়ক হতে পারতেন ইব্রাহীম। এবার বাজে ফিনিশিংয়ে হতাশা উপহার দিলেন লাল-সবুজ শিবিরে। এরপর গোল মিসের মহড়ায় যোগ দেন দলের অন্যরাও। ৩০ মিনিটে অধিনায়ক জামালের দুর্বল শট আর প্রথমার্ধের শেষ দিকে একই ভুল ইব্রাহীমের।

বিরতির পর জামাল-তপুরা ছন্নছাড়া পারফরমেন্স দেখালেও জ্বলে ওঠে সিশেলস। ৪৮ মিনিটে জোসেফ হেনির শট ঠেকিয়ে দেন বাংলাদেশের গোলরক্ষক জিকু। ৬২ ও ৬৪ মিনিটে আবারো গোলের সুযোগ নষ্ট আফ্রিকার দেশটির। তবে সাফল্য ধরা দেয় একেবারে শেষ দিকে। যেখানে নায়ক সেই রাশিদ ল্যাব্রোসে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply