কিউইদের বিপস বাড়িয়ে সাজঘরে ফিরে গেছেন অধিনায়ক কেন উইলিয়ামসন। ছবি: সংগৃহীত
ইংল্যান্ডের দেয়া ১৬৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ওভার শেষে ২ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ মাত্র ৫৮ রান। অর্থাৎ, ফাইনালে যাওয়ার জন্য শেষ ১০ ওভারে রীতিমতো ঝড় তুলে কিউইদের তুলতে হবে ১০৯ রান!
বড় রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথমেই মার্টিন গাপটিল ও কেন উইলিয়ামসনের উইকেট হারিয়ে বড়সড় ধাক্কা খেলো নিউজিল্যান্ড।
ক্রিস ওকসের করা প্রথম বলে কাভারের উপর দিয়ে চার মেরে বুঝিয়েছিলেন গাপটিল, তিনি ক্রিজে যতক্ষণ থাকবেন রান তাড়ায় ততক্ষণই ফেভারিট থাকবে নিউজিল্যান্ড। কিন্তু এক বল পরেই ওকসের করা লেগ স্ট্যাম্পে ফুল লেংথের বলকে পড়তে ভুল করে ফেলেন গাপটিল। রতেমন একটা সুইংও করেনি ওকসের বলটি। তবে টাইমিংয়ে গড়বড় করেই মিড অনে ক্যাচ তুলে দেন রান তাড়া করায় কিউইদের প্রধান ভরসা মার্টিন গাপটিল। কারণ এই টুর্নামেন্টের গতিপ্রকৃতি অনুসারে, ১৬৭ রান তাড়া করে খুব বেশি দল জিততে পারেনি ম্যাচ।
তারপর অধিনায়ক কেন উইলিয়ামসনের ব্যাটের দিকেই তাকাতে যাচ্ছিল কিউইরা। কিন্তু ওকসকে স্কুপ করতে গিয়ে তিনিও টাইমিংয়ে হেরফের ঘটিয়ে আদিল রশিদের ক্যাচে পরিণত হন মাত্র ৫ রান করে। এখন ক্রিজে আছেন ডেভন কনওয়ে ও ড্যারিল মিচেল। কনওয়ে ২৬ এবং মিচেল ব্যাট করছেন ২২ রান নিয়ে।
এর আগে, টস হেরে ব্যাট করে মইন আলি ও ডেভিড মালানের ব্যাটে ভর করে ১৬৬ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ গড়ে এউইন মরগ্যানের ইংল্যান্ড।
Leave a reply