এক টুইটেই ৫০ বিলিয়ন ডলার হারালেন ইলন মাস্ক

|

ছবি: সংগৃহীত।

মাত্র দু’দিনে ৫ হাজার কোটি ডলার হারালেন ইলন মাস্ক। মঙ্গলবার (৯ নভেম্বর) টানা তৃতীয় দিনের মতো দরপতন ঘটে টেসলা ইনক’র। আর এতেই এই বিপুল পরিমাণ অর্থ হারিয়েছেন বিশ্বের শীর্ষ ধনী।

ব্লুমবার্গ’র প্রতিবেদন অনুযায়ী, টেসলার সিইও মাস্কের বর্তমান সম্পদের পরিমাণ ৩২৩ বিলিয়ন ডলার। কয়েক দিন আগে, স্টক বিক্রি করবেন কিনা, মাস্ক টুইটারে এমন মতামত চাওয়ার পরই টেসলার শেয়ারে নাটকীয় দরপতন ঘটে। দুই দিনে মাস্ক যে পরিমাণ অর্থ হারিয়েছেন, সেটি ইতিহাসে সর্বোচ্চ বলে জানিয়েছে ব্লুমবার্গ বিলিওনিয়ার ইনডেক্স। এর আগে একদিনে সর্বোচ্চ ৩৬ বিলিয়ন ডলার হারিয়েছিলেন জেফ বেজোস। ২০১৯ সালে স্ত্রী ম্যাকেঞ্জি স্কটের সাথে ডিভোর্সের পর এত অর্থ হাত ছাড়া হয়েছিল অ্যামাজন বসের।

টেসলার শেয়ার সম্প্রতি ১১.৬ শতাংশ কমে যায়। অথচ শেয়ার বাজারে রীতিমতো উড়ছিল টেসলা। আর সেই সুবাদে আরও ধনী হয়েছেন মাস্ক। ছাড়িয়ে গিয়েছিলেন বেজোসকে। নিজেকে নিয়ে গিয়েছিলেন অনন্য এক উচ্চতায়।

সপ্তাহান্তে এক টুইট বার্তায় মাস্ক জানতে চেয়েছিলেন, তিনি টেসলার ১০ শতাংশ শেয়ার বিক্রি করে দেবেন কিনা? এমন জরিপের জবাবে ৫৮ শতাংশ উত্তরদাতা জানায়, তারা মাস্কের এমন সিদ্ধান্তের সমর্থন করেন। এরপরই টেসলার দরপতন হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply