ছবি: সংগৃহীত
এবার জাতিসংঘের হয়ে কাজ করা ৭২ জন গাড়িচালককে আটক করেছে ইথিওপিয়া কর্তৃপক্ষ। গতকাল বুধবার এ তথ্য নিশ্চিত করেছে সংস্থাটি।
ইথিওপিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্ব খাদ্য সংস্থা-WFP’র হয়ে কাজ করেন আটক হওয়া গাড়ি চালকরা। দেশটির সংঘাত কবলিত উত্তরাঞ্চল থেকে তাদের আটক করা হয় বলে জানা গেছে। জাতিসংঘের ২২ কর্মীকে আটকের একদিনের মাথায় আবারও হলো এমন ঘটনা।
জাতিসংঘ মুখপাত্র জানান, আফার প্রদেশের রাজধানীতে চালানো হয় এ ধরপাকড়। বিদ্রোহী অধ্যুষিত টাইগ্রের সাথে যোগাযোগের একমাত্র পথ অঞ্চলটি। তবে আটকের কারণ সম্পর্কে বিস্তারিত কিছু এখনও জানা যায়নি। আটককৃতদের মুক্তির ব্যাপারে সরাসরি ইথিওপিয়া সরকারের সাথে যোগাযোগের কথা জানিয়েছেন জাতিসংঘের মুখপাত্র।
এদিকে, ইথিওপিয়ায় গণগ্রেফতার নিয়ে উদ্বেগ জানিয়েছে মানবাধিকার কমিশন। আর, দেশটিতে বিদ্যমান অভ্যন্তরীণ গোলযোগের সুযোগে রাজধানী আদ্দিস আবাবার আরও কাছাকাছি চলে এসেছে টাইগ্রের বিদ্রোহীরা।
Leave a reply