যে কারণে বিসিবি’র প্রস্তাবে ‘আপাতত’ সাড়া দিতে পারছেন না কোচ সালাউদ্দিন

|

ফাইল ছবি।

জাতীয় দলের সহকারী কোচের দায়িত্ব নিতে চাচ্ছেন না দেশবরেণ্য কোচ মোহাম্মদ সালাউদ্দিন। বর্তমান চাকরির প্রতি প্রতিশ্রুতি রক্ষা করতেই আপাতত জাতীয় দলের সাথে কাজ করতে পারছেন না দেশের অন্যতম সেরা এ কোচ। তবে প্রস্তাব পেলে হাইপারফরম্যান্স দলের দায়িত্ব নিতে চান সালাউদ্দিন। গড়তে চান সাকিব, তামিম, মুশফিকের মতো ক্রিকেটার।

সময়টা ২০০৮ সাল, বাংলাদেশ দলের অনুশীলন জার্সি পরে হেড কোচ জেমি সিডন্স আর তৎকালীন বাংলাদেশ দলের অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের সাথে কাজ করেছিলেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন। সাকিব-তামিমদের প্রিয় এ গুরুকে আবারো বাংলাদেশ দলের সাথে যুক্ত করতে চেয়েছিলো বিসিবি। ব্যর্থ বিশ্বকাপ মিশন শেষে সাকিব, রিয়াদদের সেরা ছন্দে ফেরাতে সালাউদ্দিনকে সহকারি কোচ করার প্রস্তাব দিয়ে ছিলো ক্রিকেটে বোর্ড। কিন্ত সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন দেশের সবচেয়ে দামি এ কোচ।

২০০৮ সালে কোচ জেমি সিডন্স ও তৎকালীন অধিনায়ক আশরাফুলের সাথে কোচ সালাউদ্দিন।

কোচ মোহাম্মদ সালাউদ্দিন বলেন, আমাকে স্মরণ করেছেন এজন্য বোর্ডকে ধন্যবাদ দিতে চাই। ভবিষ্যতে সময় সুযোগ হলে আমি অবশ্যই বোর্ডের সাথে কাজ করতে চাই, তবে এ মুহুর্তে আমার জন্য কাজ করাটা একটু ডিফিকাল্ট।


ক্লাব ও ফ্রাঞ্চাইজি ক্রিকেটের কোচিং করার পাশাপাশি মোহাম্মদ সালাউদ্দিন এখন জড়িত আছেন মাসকো সাকিব ক্রিকেট একাডেমির সাথে। তাকে কেন্দ্র করেই গড়ে উঠেছে এই একাডেমি। যেখানে প্রায় ৩০০ ক্রিকেটার নিচ্ছেন তার কাছে সেরা হয়ে ওঠার তালিম। বর্তমান প্রতিষ্ঠানের প্রতি তার দায়বদ্ধতা আর প্রিয় ছাত্রদের কথা ভেবেই আপাতত জাতীয় দলের কোচ হবার স্বপ্নকে বিসর্জন দিয়েছেন সালাউদ্দিন।

এ ব্যাপারে কোচ মোহাম্মদ সালাউদ্দিন বলেন, এ অ্যাকাডেমিতে যতগুলা ছেলে এসেছে তারা প্রায় সবাই আমার জন্যই এসেছে। তো তাদেরকে ফেলে এখন কিভাবে যাই?

এই মুহুর্তে জাতীয় দলের কোচ হতে না পারলেও এইচপির দায়িত্ব নিতে প্রস্তুত সালাউদ্দিন। তিন-চার মাসের ক্যাম্পেইন তাই মানিয়ে নিতে সমস্যা হবে না তার। সেই সাথে নতুন ক্রিকেটার তৈরী করার কারিগর হবার স্বপ্ন মনে লালন করেন দেশ বরেণ্য এই কোচ।

এ প্রসঙ্গে কোচ সালাউদ্দিন বলেন, খেলোয়াড় ডেভেল্পমেন্টের দিকে আমার মনযোগটা একটু বেশি, এই সাইডটায় আমাদের আরও ভালোভাবে কাজ করা উচিত। যেভাবে প্রয়োজন সেভাবে ছেলেদেরকে হেল্প করতে পারলে আমার নিজেরও ভালো লাগবে।

এসব কারণেই আপাতত আনুষ্ঠানিকভাবে জাতীয় দলের ক্রিকেটারদের দিক্ষা দিতে পারছেন না কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তবে প্রয়োজনে ব্যক্তিগতভাবে সবসময় ক্রিকেটারদের পাশে দাঁড়াতে প্রস্তুত ক্রিকেটারদের “প্রিয় সালাউদ্দিন স্যার”।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply