আখাউড়ায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ১০ লাখ টাকা জরিমানা

|


আখাউড়া প্রতিনিধি :

চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ১০ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। ৯ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত উপজেলার ৫টি ইউনিয়নে চেয়ারম্যান, সংরক্ষিত ওয়ার্ড সদস্য এবং সাধারণ সদস্যসহ ১২৯টি মামলায় ওই টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস।

আখাউড়া নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তঘেঁষা আখাউড়া উপজেলায় ৫টি ইউনিয়নে পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলার ৫টি ইউনিয়নে চেয়ারম্যান, সংরক্ষিত ওয়ার্ড সদস্য এবং সাধারণ সদস্য পদে ২৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী ৩০ জন সংরক্ষিত সদস্য প্রার্থী ৪৮ জন এবং সাধারণ সদস্য প্রার্থী ১৬৯ জন। গত ৭ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর থেকে এসব প্রার্থী প্রচার-প্রচারণা ও গণসংযোগ চালাচ্ছেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, আখাউড়া উপজেলা পরিষদ নির্বাচনে বিভিন্ন ইউনিয়নে আদালত পরিচালনা করে প্রার্থীর পোস্টারে দলের নাম ব্যবহার, আঠা দিয়ে দেয়ালে পোস্টার লাগানো, রঙিন পোস্টার বা ব্যানার টানানো, পোস্টারে মুদ্রণের তারিখ ও পোস্টারের সংখ্যা উল্লেখ না থাকা, নির্বাচনী অফিস আলোকসজ্জা করা, পথসভা বা উঠান সভায় খাবার বিতরণে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে আর্থিক জরিমানা আদায় ও প্রার্থীদেরকে সতর্ক করা হয়েছে।

আরও পড়ুন: চেয়ারম্যান প্রার্থীর পোস্টারে প্রধানমন্ত্রীর নামের বানান ভুল!

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার দায়ে প্রার্থীদের আর্থিক জরিমানা করে সতর্ক করা হয়েছে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে কাউকেই ছাড় দেয়া হবে না।

আখাউড়া নির্বাচন কর্মকর্তা সুফিয়া সুলতানা বলেন, ২৬ ডিসেম্বর আখাউড়া উপজেলায় চতুর্থধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে ৩০ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৪৮ জন ও সাধারণ সদস্য পদে ১৬৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আখাউড়া উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৮৪ হাজার ৪৩৮জন। এর মধ্যে পুরুষ ৪২ হাজার ৯৮৩ এবং নারী ভোটার ৪১ হাজার ৪৫৫ জন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply