
ছবি: সংগৃহীত।
একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে প্রথম দফার আবেদন করার কার্যক্রম চলছে, যা চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত। ভর্তি সংক্রান্ত সব কার্যক্রম শেষে ক্লাস শুরু হবে ২ মার্চ থেকে। তবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সার্ভার জটিলতা এড়াতে আগেভাবেই আবেদন করা ভালো বলে পরামর্শ দিচ্ছেন কম্পিউটার দোকানিরা।
প্রথম দফা ভর্তির আবেদন করা যাবে ২৫ জানুয়ারি পর্যন্ত। দ্বিতীয় দফা ৭ ও ৮ ফেব্রুয়ারি। ভর্তি কার্যক্রম শেষে ২ মার্চ থেকে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবার কথা রয়েছে। তাই রাজধানীর বিভিন্ন এলাকার কম্পিউটারের দোকানে দোকানে এখন শিক্ষার্থী আর অভিভাবকদের জটলা। এসএসসির ফল অনুযায়ী আবেদন করছেন শিক্ষার্থীরা।
আবেদনের ক্ষেত্রে খুব সহজেই বিকাশের মাধ্যমে ফি জমা দেয়া যাচ্ছে। বেশিরভাগ আবেদনকারীর পছন্দ বিকাশ। তবে অনেক দোকানি তাদের লাভের কথা ভেবে অন্য মাধ্যমেও ফি জমা দিতে বাধ্য করছেন।
এবার ২১ লাখের বেশি শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় পাশ করেছে। ২৪ লাখের বেশি আসন আছে একাদশে। তবে হাতে গোনা কয়েকটি কলেজের জন্য আগ্রহ বেশি।
এসজেড/



Leave a reply