সম্পত্তি লিখে না দেয়ায় বাবাকে মাদকাসক্ত সাজিয়ে নিরাময় কেন্দ্রে পাঠালেন সন্তানরা

|

চট্টগ্রামে এক বাবার ওপর তার সন্তানদের নির্মমতা যেন সিনেমাকেও হার মানায়। সম্পত্তি লিখে দিতে রাজি না হওয়ায় সন্তানদের নির্যাতনে ঘর ছেড়েও রেহাই পাননি ওই বাবা, খুঁজে বের করে মাদকাসক্ত সাজিয়ে পাঠানো হয় মাদক নিরাময় কেন্দ্রে। ৫২ দিন পর সেখান থেকে হতভাগ্য পিতাকে উদ্ধার করে পিবিআই।

পায়ে ছেঁড়া স্যান্ডেল, গায়ে ময়লা জামা পরা  আবুল কালাম আজাদকে দেখে হয়তো কেউই বলবে না, কক্সবাজারের চকরিয়ায় ৬২ কানি জমি আর শহরে ৬ কাঠার ওপর সেমিপাকা ঘর রয়েছে তার।

জীবনের ৩৮টি বছর সংযুক্ত আরব আমিরাতে কাটিয়ে ২০১৭ সালে দেশে ফেরার চারমাস পর মারা যান স্ত্রী শামীমা। এর চারদিনের মাথায় সম্পত্তি পেতে মরিয়া হয়ে ওঠে তাদের ৪ সন্তান। সম্পত্তি লিখে দিতে রাজি না হওয়ায় শুরু হয় বৃদ্ধ বাবার ওপর নির্যাতন, প্রাণে বাঁচতে ঘর ছাড়েন সন্তানদের নির্মমতার শিকার আজাদ।

সন্তানদের পড়িয়েছিলেন ইংলিশ মিডিয়ামে। বড় ছেলে ইঞ্জিনিয়ার, থাকেন দুবাইতে। ছোট ছেলে লন্ডনে, দুই মেয়েও চাকরিজীবী। পালিয়ে থাকা বাবার সন্ধান পান ৩ বছর পর, এরপর সম্পত্তির জন্য মাদকাসক্ত সাজিয়ে পাঠিয়ে দেন মাদক নিরাময় কেন্দ্রে। আজাদ জানালেন, বিভিন্ন মাদকে আসক্তির অভিযোগে নিরাময় কেন্দ্রে পাঠিয়েছে তার মেয়ে।

রাস্তায় দিন কাটানোর এক পর্যায়ে কিছুদিন ছিলেন হোটেল বয় শাহাবুদ্দিনের আশ্রয়ে। তার দেয়া তথ্যের ভিত্তিতে আজাদকে মাদক নিরাময় কেন্দ্র থেকে উদ্ধার করে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন। পিবিআই কর্মকর্তা ইখতেয়ার উদ্দিন জানালেন, একপর্যায়ে চট্টগ্রামের আদালতে হাজির করা হলে আদালত তাকে নিজ জিম্মায় ছেড়ে দেয়ার আদেশ দেন।

নিজ জিম্মায় ছাড়া পেলেও হতভাগ্য এই পিতার গন্তব্য এখনও অনিশ্চিত।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply