২১ ফেব্রুয়ারি থেকে পর্যটকদের জন্য সীমান্ত খুলছে অস্ট্রেলিয়া

|

ছবি: সংগৃহীত

প্রায় দুই বছর পর বিদেশিদের জন্য সীমান্ত খুলে দেয়ার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়ায়। নতুন এই সিদ্ধান্ত কার্যকর হবে আগামী ২১ ফেব্রুয়ারি থেকে।

সোমবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় দেশটির প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, ভ্রমণ এবং অন্যান্য ভিসায় কেউ অস্ট্রেলিয়া প্রবেশ করতে চাইলে তাকে পূর্ণাঙ্গ ডোজ টিকা নেয়া থাকতে হবে।

২০২০ সালের মার্চ থেকে আন্তর্জাতিক সীমানা বন্ধ করে দেয় দেশটি। এখন পর্যন্ত ভ্রমণ ভিসায় প্রবেশে নিষেধাজ্ঞা চালু রয়েছে। মূলত পর্যটন খাততে চাঙ্গা করতেই এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্বের যে কয়টি দেশ শুরু থেকেই কঠোর অবস্থানে যায়, তার মধ্যে অন্যতম অস্ট্রেলিয়া। দেশটিতে এখন পর্যন্ত সাড়ে ২৭ লাখ মানুষের শরীরে করোনা শনাক্ত হয়েছে। মারা গেছে ৪ হাজার ২শ’ জন।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply