বিএনপি যতো আ’লীগের বিদায় ঘণ্টা বাজাচ্ছে, ততো আমাদের ভোট বাড়ছে: তথ্যমন্ত্রী

|

তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ।

পাবনা প্রতিনিধি:

ঘরে বসে বিএনপি আওয়ামী লীগের বিদায় ঘণ্টা বাজায় বলেই নৌকার ভোট বাড়ে আর বারবার সরকার গঠন করে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে পাবনা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। দুপুরে জাতীয় সঙ্গীতের সুরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন নেতৃবৃন্দ।

এসময় তথ্যমন্ত্রী বলেন, গতকাল (শুক্রবার) রিজভী সাহেব বলেছেন, আমাদের নাকি বিদায় ঘণ্টা বেজে গেছে। কিন্তু রিজভী সাহেব তো নয়া পল্টনের অফিসে বসে বসে গত ১২ বছর ধরে আমাদের বিদায় ঘণ্টা বাজিয়ে চলেছেন, তবে তাতে আর কাজ হচ্ছে না। তিনি আরও বলেন, বিএনপি যতো আমাদের বিদায় ঘণ্টা বাজাচ্ছে, ততো আমাদের ভোট বাড়ছে। এখন এই নেতৃত্বে তাদেরই বিদায় ঘণ্টা বেজে গেছে।

এর আগে এই অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ তথা শেখ হাসিনার উন্নয়ন রুখে দিতে দেশে-বিদেশে শত্রুতা আর ষড়যন্ত্র চলছে। আর ষড়যন্ত্রকারীদের রুখে দিতে হবে নিজেদের রাজনৈতিক ও সাংগঠনিক দক্ষতা দিয়ে।

এছাড়া অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান বলেছেন, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে। বাংলাদেশে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আর নির্বাচন হবে না। অন্ধকারের পথ ধরে ক্ষমতায় আরোহণ করা সম্ভব নয়।

পাবনা পুলিশ লাইনস মাঠে আয়োজিত এই সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রাজশাহী মেয়র খায়রুজ্জামান লিটন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেনসহ কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিতে রেজাউল রহিম লালকে সভাপতি ও গোলাম ফারুক প্রিন্সকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply