অবৈধভাবে সীমান্ত অতিক্রমকালে ঝিনাইদহে আটক ৪

|

ঝিনাইদহ সীমান্তে আটককৃতরা।

ঝিনাইদহ প্রতিনিধি:

অবৈধভাবে ভারত হতে ঝিনাইদহ সীমান্ত অতিক্রম করার অপরাধে নারী-শিশুসহ ৪ জনকে আটক করেছে ৫৮ বিজিবি। শনিবার (১৯ ফেব্রুয়ারি) ভোরে জেলার মহেশপুর উপজেলার মাটিলা সীমান্তের মসজিদের পাশ থেকে তাদের আটক করা হয়।

বিজিবি জানায়, আটককৃতরা সবাই মাদারীপুর, গোপালগঞ্জ ও যশোরের বাসিন্দা। ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে তাদের আটক করা হয়েছে। তাদের বাড়ি বাংলাদেশের বিভিন্ন জেলায়।

আটককৃত বাংলাদেশি নাগরিকদেরকে বিরুদ্ধে ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের ও সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply